🕌 আরবি ভাষা শিক্ষা পাঠ-১৬
((আদ্দার্সুস ছাদিছ আশার) ভিসা সংক্রান্ত কথোপকথন (আল হিয়ারু ফিত তাশীরাহ) সম্পর্কে সংলাপ ও ব্যবহারিক আরবি)
আজকের পাঠে আমরা শিখব কিভাবে একটি (আদ্দার্সুস ছাদিছ আশার) ভিসা সংক্রান্ত কথোপকথন (আল হিয়ারু ফিত তাশীরাহ) সম্পর্কে কথা বলা ইত্যাদি শেখা যাবে।
🗣️ সংলাপ (Conversation)
| ক্রমিক | বাংলা | আরবি উচ্চারণ | আরবি |
|---|---|---|---|
| ১ | আসসালামু আলাইকুম। | আসসালামু আলাইকুম। | السلام عليكم। |
| ২ | শুভ সকাল। | সাবাহুল খাইর। | |
| ৩ | স্বাগতম। | আহলান ওয়া সাহলান। | |
| ৪ | আমার কুয়েতের ভিসার মেয়াদ আগামী ১০ জানুয়ারি শেষ হবে। | ছাতানতাহি তাশিরাতি লিল কুয়েত ফিল আশের ইয়ানায়ির। | |
| ৫ | আমার ভিসার মেয়াদ বৃদ্ধি করতে চাই। | ওরিদ তামদিদ তাশিরাতি। | |
| ৬ | ভিসা বৃদ্ধির ব্যাপারে নথিপত্র সমান আঃ আঃ মতিন কোথায় উপস্থাপন করব? | আইনা আতিম্মু তাকদিম ওসায়েক বি তামদিদ তাশিরা? | |
| ৭ | আপনাকে কুয়েত দুতাবাস থেকে একটি ভিসা ফরম সংগ্রহ করতে হবে। | তাহসুল আলা ইসতিমারা তাশিরা মিনাছ ছাফারা কুয়েত। | |
| ৮ | আমার কাছে ভিসা ফরম আছে। | ইন্দি ইসতিমারা তাশিরা। | |
| ৯ | ফরম পূরন করে দুতাবাসে জমা দিবেন। | মাল্লি’হা বাদ কদ্দিমহা ইলা ছাফারা। | |
| ১০ | আপনার পাসপোর্ট কোথায়? | আইনা জাওয়াজ ছাফারুক ? | |
| ১১ | এই যে আমার পাসপোর্ট, এতে সবকিছু লিখা আছে। | হুনা জাওয়াজ ছাফারি অকুল্লু মাকতুব হুনা | |
| ১২ | ভিসা পেতে কতদিন সময় লাগবে ? | কাম ওয়াক্ত লিহুসুল তাশিরা? | |
| ১৩ | আমি সকল তথ্য লিখে দিয়েছি, নির্দিষ্ট কাউন্টারে জমা দিন। | কাতাবতু জামি মালুমাত ওয়া কদ্দিম ইলা শুববাক মুয়াইয়িন | |
| ১৪ | ১৫ দিন সময় লাগবে। | ইয়াসতাগরিক খামছা আশারা ইয়াওম। | |
| ১৫ | কত দিনের জন্য ভিসা প্রদান করা হবে? | কাম লি আইয়াম ছায়াতিম্মু তাশিরা? | |
| ১৬ | ৪ বছর মেয়াদে ভিসা প্রদান করা হবে। | ছায়াতিম্মু তাশিরা লিমুদ্দা আরবা ছানাওয়াত। | |
| ১৭ | আপনাকে অনেক ধন্যবাদ। | শুকরান লাকা জাজিলা। | |
| ১৩ | ঠিক আছে, আসুন। | হাসানান, তাআল |
🧠 শব্দার্থ (Vocabulary)
| বাংলা | আরবি | বাংলা | আরবি |
|---|---|---|---|
| ভিসা | তা’শিরাহ | মেয়াদ | মুদ্দা |
| বৃদ্ধি | জিয়াদা | কাউন্টার | শুববাক |
| সংগ্ৰহ | তাসিল | জমা | তাকদিম |
| ফরম | ইসতিমারা | দূতাবাস | সাফারা |
| পূরণ | মিলউন | তথ্য | মালুমাত |
| নির্দিষ্ট | মুআইয়িন | লিখিত | মাকতুব |
📖 শেখার পরামর্শ:
- প্রতিটি সংলাপ ধীরে ধীরে উচ্চারণ অনুশীলন করুন।
- দুইজন মিলে অভিনয় করে কথোপকথন করুন।
- নিজের দৈনন্দিন জীবনের সাথে মেলানোর চেষ্টা করুন।
- আরবি অক্ষরগুলো সঠিকভাবে পড়ার জন্য নিয়মিত চর্চা করুন।
✨ আজকের লক্ষ্য: এই পাঠ শেষে আজকের পাঠে আমরা শিখব একটি (আদ্দার্সুস ছাদিছ আশার) ভিসা সংক্রান্ত কথোপকথন (আল হিয়ারু ফিত তাশীরাহ) সম্পর্কে ইত্যাদি কথা বলতে শিখবে ইনশাআল্লাহ।
