Followers

আরবি ভাষা শিক্ষা পাঠ-১৬: (আদ্দার্সুস ছাদিছ আশার) ভিসা সংক্রান্ত কথোপকথন (আল হিয়ারু ফিত তাশীরাহ) সম্পর্কে সংলাপ ও ব্যবহারিক আরবি শেখা

🕌 আরবি ভাষা শিক্ষা পাঠ-১৬

((আদ্দার্সুস ছাদিছ আশার) ভিসা সংক্রান্ত কথোপকথন (আল হিয়ারু ফিত তাশীরাহ) সম্পর্কে সংলাপ ও ব্যবহারিক আরবি)


আজকের পাঠে আমরা শিখব কিভাবে একটি (আদ্দার্সুস ছাদিছ আশার) ভিসা সংক্রান্ত কথোপকথন (আল হিয়ারু ফিত তাশীরাহ) সম্পর্কে কথা বলা ইত্যাদি শেখা যাবে।

🗣️ সংলাপ (Conversation)

ক্রমিকবাংলাআরবি উচ্চারণআরবি
আসসালামু আলাইকুম।আসসালামু আলাইকুম।السلام عليكم।
শুভ সকাল।সাবাহুল খাইর।
স্বাগতম।আহলান ওয়া সাহলান।
আমার কুয়েতের ভিসার মেয়াদ আগামী ১০ জানুয়ারি শেষ হবে।ছাতানতাহি তাশিরাতি লিল কুয়েত ফিল আশের ইয়ানায়ির।
আমার ভিসার মেয়াদ বৃদ্ধি করতে চাই।ওরিদ তামদিদ তাশিরাতি।
ভিসা বৃদ্ধির ব্যাপারে নথিপত্র সমান আঃ আঃ মতিন কোথায় উপস্থাপন করব?আইনা আতিম্মু তাকদিম ওসায়েক বি তামদিদ তাশিরা?
আপনাকে কুয়েত দুতাবাস থেকে একটি ভিসা ফরম সংগ্রহ করতে হবে।তাহসুল আলা ইসতিমারা তাশিরা মিনাছ ছাফারা কুয়েত।
আমার কাছে ভিসা ফরম আছে।ইন্দি ইসতিমারা তাশিরা।
ফরম পূরন করে দুতাবাসে জমা দিবেন।মাল্লি’হা বাদ কদ্দিমহা ইলা ছাফারা।
১০আপনার পাসপোর্ট কোথায়?আইনা জাওয়াজ ছাফারুক ?
১১এই যে আমার পাসপোর্ট, এতে সবকিছু লিখা আছে।হুনা জাওয়াজ ছাফারি অকুল্লু মাকতুব হুনা
১২ভিসা পেতে কতদিন সময় লাগবে ? কাম ওয়াক্ত লিহুসুল তাশিরা?
১৩আমি সকল তথ্য লিখে দিয়েছি, নির্দিষ্ট কাউন্টারে জমা দিন।কাতাবতু জামি মালুমাত ওয়া কদ্দিম ইলা শুববাক মুয়াইয়িন
১৪১৫ দিন সময় লাগবে।ইয়াসতাগরিক খামছা আশারা ইয়াওম।
১৫কত দিনের জন্য ভিসা প্রদান করা হবে?কাম লি আইয়াম ছায়াতিম্মু তাশিরা?
১৬৪ বছর মেয়াদে ভিসা প্রদান করা হবে।ছায়াতিম্মু তাশিরা লিমুদ্দা আরবা ছানাওয়াত।
১৭আপনাকে অনেক ধন্যবাদ।শুকরান লাকা জাজিলা।
১৩ঠিক আছে, আসুন।হাসানান, তাআল

🧠 শব্দার্থ (Vocabulary)

বাংলাআরবিবাংলাআরবি
ভিসাতা’শিরাহমেয়াদমুদ্দা
বৃদ্ধিজিয়াদাকাউন্টারশুববাক
সংগ্ৰহতাসিলজমাতাকদিম
ফরমইসতিমারাদূতাবাসসাফারা
পূরণমিলউনতথ্যমালুমাত
নির্দিষ্টমুআইয়িনলিখিতমাকতুব

📖 শেখার পরামর্শ:

  • প্রতিটি সংলাপ ধীরে ধীরে উচ্চারণ অনুশীলন করুন।
  • দুইজন মিলে অভিনয় করে কথোপকথন করুন।
  • নিজের দৈনন্দিন জীবনের সাথে মেলানোর চেষ্টা করুন।
  • আরবি অক্ষরগুলো সঠিকভাবে পড়ার জন্য নিয়মিত চর্চা করুন।

✨ আজকের লক্ষ্য: এই পাঠ শেষে আজকের পাঠে আমরা শিখব একটি (আদ্দার্সুস ছাদিছ আশার) ভিসা সংক্রান্ত কথোপকথন (আল হিয়ারু ফিত তাশীরাহ) সম্পর্কে ইত্যাদি কথা বলতে শিখবে ইনশাআল্লাহ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.