Followers

আরবি ভাষা শিক্ষা পাঠ-১৪: দায়িত্ব গ্রহণ/হস্তান্তর সংক্রান্ত কথোপকথন (আল হিয়ারু ফিল মাসউলিয়া) আরবি শেখা

🕌 আরবি ভাষা শিক্ষা পাঠ-১৪

(আদর্শ খাবার আচার: রেস্টুরেন্ট/হোটেলে খাওয়ার সংলাপ ও ব্যবহারিক আরবি)


আজকের পাঠে আমরা শিখব কিভাবে একটি দায়িত্ব গ্রহণ/হস্তান্তর সংক্রান্ত কথোপকথন (আল হিয়ারু ফিল মাসউলিয়া) বলা ইত্যাদি শেখা যাবে।

🗣️ সংলাপ (Conversation)

ক্রমিকবাংলাআরবি উচ্চারণআরবি
আসসালামু আলাইকুম।আসসালামু আলাইকুম।السلام عليكم।
শুভ সকাল।সাবাহুল খাইর।
স্বাগতম।আহলান ওয়া সাহলান।
আমার কর্তব্যস্থল কোথায় ?আইনা মাকার আমালি?
আমার দায়িত্বসমূহ কি কি ?মাহিয়া মাসওলিয়াতি?
আমি কার কাছ থেকে দায়িত্ব বুঝে নিব?মিম্মান ছাউশাররিহু মাসওলিয়া?
আমি কাকে দায়িত্ব বুঝিয়ে দিব?মান ছাউশাররিহু মাসওলিয়া?
কত দিনের ভিতর দায়িত্ব বুঝে নিতে হবে?ফি কাম ইয়াওমান লিফাহম মাসওলিয়া?
আমি আমার দায়িত্ব বুঝে নিয়েছি।লাকাদ ফাহিমতু মাসওলিয়াতি।
১০আমি আমার দায়িত্ব বুঝিয়ে দিয়েছি।লাকাদ শাররাহতু মাসওলিয়াতি।
১১সকল নথিপত্র ঠিক আছে।জামিউল ওসায়েক সহিহা
১২আমরা সকল নথিপত্ৰ একে অপরকে বুঝিয়ে দিয়ে উভয়ে স্বাক্ষর করলাম।লাকাদ শাররাহনা জামি ওসায়েক লি বাদিনা বাদ ও ওক্কানা আলাইহা মাআন।
১৩ধন্যবাদ স্যার।শুকরান সাইয়িদি।

🧠 শব্দার্থ (Vocabulary)

বাংলাআরবিবাংলাআরবি
খাবারতআমঅর্ডারতলব
হোটেলফুনদুকমেন্যুকয়েমাহ
নেওয়াজিহাবস্যুপসুরবা
জুসআছিরআপেলতোফফাহা
আঙ্গুরইনাবমটরশুঁটিবাজিলা
ড্রিংকসতলবকমলাতলব

📖 শেখার পরামর্শ:

  • প্রতিটি সংলাপ ধীরে ধীরে উচ্চারণ অনুশীলন করুন।
  • দুইজন মিলে অভিনয় করে কথোপকথন করুন।
  • নিজের দৈনন্দিন জীবনের সাথে মেলানোর চেষ্টা করুন।
  • আরবি অক্ষরগুলো সঠিকভাবে পড়ার জন্য নিয়মিত চর্চা করুন।

✨ আজকের লক্ষ্য: এই পাঠ শেষে আজকের পাঠে আমরা শিখব কিভাবে একটি দায়িত্ব গ্রহণ/হস্তান্তর সংক্রান্ত কথোপকথন (আল হিয়ারু ফিল মাসউলিয়া) বলা ইত্যাদি কথা বলতে শিখবে ইনশাআল্লাহ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.