Followers

আরবি ভাষা শিক্ষা পাঠ-১৭: ব্যাংক হিসাব খোলা/চালু/ওপেন সংক্রান্ত কথোপকথন সংলাপ ও ব্যবহারিক আরবি শেখা

আরবি ভাষা শিক্ষা পাঠ-১৭: ব্যাংক হিসাব খোলা/চালু/ওপেন সংক্রান্ত কথোপকথন সংলাপ ও ব্যবহারিক আরবি শেখা

আজকের পাঠে আমরা শিখব কিভাবে একটি (আদ্দার্সুস ছাদিছ আশার) ব্যাংক হিসাব খোলা/চালু/ওপেন সংক্রান্ত কথোপকথন (আল হিয়ারু ফিত তাশীরাহ) সম্পর্কে কথা বলা ইত্যাদি শেখা যাবে।

🗣️ সংলাপ (Conversation)

ব্যাংক হিসাব সংক্রান্ত কথোপকথন

ক্রমিক বাংলা আরবী বাংলায় অর্থ
আসসালামু আলাইকুম। ٱلسَّلَامُ عَلَيْكُمْ আসসালামু আলাইকুম।
শুভ সকাল। صَبَاحَ ٱلْخَيْرِ সকালবাহ খাইর।
স্বাগতম। أَهْلًا وَسَهْلًا আহলান ওয়া সাহলান।
ন্যাশনাল ব্যাংক অব কুয়েত কোন দিকে? فِي أَيِّ جِهَةٍ بَنْكُ ٱلْكُوَيْتِ لِلْمُوَاطِنِ؟ ফি আইয়ি জিহাত ব্যাংক কুয়েত লিল ওতানি?
নতুন মার্কেটিং ডিভিশন কোথায়? فِي ٱلسُّوقِ لَوْلَو ٱلدُّوَّر ٱلثَّانِي ফিসসুক লুলু দাউর ছানি।
আমি একটি ব্যাংক একাউন্ট খুলতে চাই। أُرِيدُ أَنْ أَفْتَحَ ٱلْحِسَابَ ٱلْبَنْكِيَّ আবি আন আফতাহা হিসাব ব্যাংক
কোন ব্যাংকে একাউন্ট খুলবো? فِي أَيِّ بَنْكٍ أَفْتَحُ ٱلْحِسَابَ؟ ফি আইয়ি ব্যাংক আফতাহুল হিসাব ?
নিকটস্থ শাখা কোথায়? أَيْنَ أَقْرَبُ فَرْعٍ؟ আইনা আকরাব ফারউ?
ব্যাংকে যাবো কিভাবে? كَيْفَ أَذْهَبُ إِلَى ٱلْبَنْكِ؟ কাইফা আজহাব ইলা ব্যাংক?
১০ কোন হিসাব খুলতে চাই? أَيِّ ٱلْحِسَابِ يُرِيدُ أَنْ يَفْتَحَ؟ আইয়ু হিসাব তাবি আন তাফতা ?
১১ স্যালারি/সেভিংস/কারেন্ট হিসাব খুলতে চাই। أُرِيدُ فَتْحَ حِسَابِ ٱلرَّاتِبِ/ٱلتَّوْفِيرِ/ٱلْجَارِي উরিদ ফাতাহ হিসাব রাতেব/ তাওফির/জারি।
১২ একাউন্ট খুলতে কী কী তথ্য প্রয়োজন? مَا هِيَ ٱلْمَعْلُومَاتُ ٱلْمَطْلُوبَةُ لِفَتْحِ ٱلْحِسَابِ؟ মা হিয়া মালুমাত মাতলুবালি ফাতহ হিসাব?
১৩ ব্যাংকের লাগবে ফর্ম, ছবি ও ঠিকানার প্রমাণ? مَطْلُوبَةُ ٱلصُّورَةُ وَٱلْبِطَاقَةُ ٱلْوَطَنِيَّةُ مَعَ مِلْ‌ءِ ٱلِٱسْتِمَارَةِ ٱلخَاصَّةِ بِٱلْبَنْكِ মাতলুবা ছুরা ওয়া বিতাকা ওয়াতানিয়া মাআ মাল্লি ইছতিমারা খাছছা বিল ব্যাংক।
১৪ আপনার ম্যানেজার কে হবে? مَنْ سَيَكُونُ مُدِيرُكَ؟ মান ছায়াকুনু মুরাশশাহাকা ?
১৫ ম্যানেজার অফিস কোথায়? أَيْنَ تَوْقِيعُ ٱلْمُدِيرِ وَصُورَتُهُ؟ আইনা তাওকি মুরাশশাহু ওয়া ছুরাতুহু?
১৬ এই হলো ছবি ও স্বাক্ষর। هَذِهِ ٱلصُّورَةُ وَٱلتَّوْقِيعُ হুনা ছুরা ওয়া তাওকি।
১৭ চেক বুক পেতে কত দিন? كَمْ مِنَ ٱلْأَيَّامِ يَسْتَغْرِقُ عَلَى دَفْتَرِ ٱلشِّيكَاتِ؟ কাম মিনাল আইয়াম ইয়াছতাগরিকু আলা দাফতার শিকাত?
১৮ ১০ দিন সময় লাগবে। عَشَرَةُ أَيَّامٍ আশারা আইয়াম।
১৯ ধন্যবাদ স্যার। شُكْرًا سَيِّدِي শুকরান সাইয়িদি।

শব্দার্থ

বাংলা আরবী বাংলা আরবী
ব্যাংক ব্যাংকু চলতি জারি
তলা দাউর স্যালারি উজরাহ
হিসাব হিছাব শাখা ফারউ
সঞ্চয়ী তাওফির নিকটস্থ কুরব
নমিনি মুরাশশিি ছবি ছুরা
চেক বুক দাফতার শিকাত স্বাক্ষর তাওকি

📖 শেখার পরামর্শ:

  • প্রতিটি সংলাপ ধীরে ধীরে উচ্চারণ অনুশীলন করুন।
  • দুইজন মিলে অভিনয় করে কথোপকথন করুন।
  • নিজের দৈনন্দিন জীবনের সাথে মেলানোর চেষ্টা করুন।
  • আরবি অক্ষরগুলো সঠিকভাবে পড়ার জন্য নিয়মিত চর্চা করুন।

✨ আজকের লক্ষ্য: এই পাঠ শেষে আজকের পাঠে আমরা শিখব একটি ব্যাংক হিসাব খোলা/চালু/ওপেন সংক্রান্ত কথোপকথন (আল হিয়ারু ফিত তাশীরাহ) সম্পর্কে ইত্যাদি কথা বলতে শিখবে ইনশাআল্লাহ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.