আজকের পাঠে আমরা শিখব কিভাবে সাক্ষাতে কুশলাদি বিনিময় (আল হিয়ারু ফিল লিকা ) সংক্রান্ত কথোপকথন সংলাপ ও ব্যবহারিক আরবি শেখা
🗣️ সংলাপ (Conversation)
| ক্রমিক | বাংলা | আরবী |
|---|---|---|
| ১ | আসসালামু আলাইকুম। | আসসালামু আলাইকুম। |
| ২ | শুভ সকাল। | সকালবাহ খাইর। |
| ৩ | স্বাগতম। | আহলান ওয়া সাহলান। |
| ৪ | কেমন আছেন? | কাইফা হালুক/শ্লোনেক? |
| ৫ | আল্লাহর রহমতে ভাল আছি। | আলহামদুলিল্লাহ, আনা তাইয়্যেব/তামাম। |
| ৬ | আপনার নাম কি? | মা ইসমুক? |
| ৭ | আমার নাম হাসান। | আনা হাসান। |
| ৮ | আপনি কখন এসেছেন? | মাতা আন্তা ইয়াজি? |
| ৯ | আমি গতকাল এসেছি। | আনা আমছ ইয়াজি। |
| ১০ | আপনি কোথা থেকে এসেছেন? | আইনা আন্তা ইয়াজি। |
| ১১ | আমি বাংলাদেশ থেকে এসেছি। | আনা ইয়াজি মিন বাংলাদেশ। |
| ১২ | আপনি কোথায় থাকেন? | আইনা আন্তা বেত? |
| ১৩ | আপনি কোথা থেকে এসেছেন? | আইনা আন্তা ইয়াজি? |
| ১৪ | আমি সোবহান থাকি। | আনা ইয়াজি মিন দাকা |
| ১৫ | আপনি কোথায় কাজ করেন? | আইনা তাশতাগুল/ ওয়েন গুগুল? |
| ১৬ | আমি কুয়েত আর্মিতে কাজ করি। | আনা গুগল ফিল জাইশ আল কুয়েত। |
| ১৭ | আপনি কি কাজ করেন? | মাজা গুগল? |
| ১৮ | আমি গাড়ি চালক। | আনা সায়েক। |
| ১৯ | আমি এ্যামুনিশন টেকনিশিয়ান। | আনা ফান্নি যাখিরাহ। |
| 20 | সালামের সাথে বিদায়। | মাআস সালাম। |
| 20 | আপনাকে ধন্যবাদ। | শুকরান |
শব্দার্থ
| বাংলা | আরবী | বাংলা | আরবী |
|---|---|---|---|
| আজ | আলইওম | চালক | সায়েক |
| সেনাবাহিনী | জেইশ | এ্যামুনিশন | জযাখিরাহ |
| ভাল | তামাম/তাইয়্যেব | এসেছো | ইয়াজি |
| গতকাল | আমছ | থাকা | বাইত |
| এটা | হাজা | পরে | বাদ |
| কাজ করা | তাশতাগুল | আছে | ফি |
| কাজ | শুগল | টেকনিশিয়ান | ফান্নি |
| গাড়ি | সাইয়্যারা | ভিসা | তাশীরাহ |
📖 শেখার পরামর্শ:
- প্রতিটি সংলাপ ধীরে ধীরে উচ্চারণ অনুশীলন করুন।
- দুইজন মিলে অভিনয় করে কথোপকথন করুন।
- নিজের দৈনন্দিন জীবনের সাথে মেলানোর চেষ্টা করুন।
- আরবি অক্ষরগুলো সঠিকভাবে পড়ার জন্য নিয়মিত চর্চা করুন।
✨ আজকের লক্ষ্য: এই পাঠ শেষে আজকের পাঠে আমরা শিখব সাক্ষাতে কুশলাদি বিনিময় (আল হিয়ারু ফিল লিকা ) সংক্রান্ত কথোপকথন সম্পর্কে ইত্যাদি কথা বলতে শিখবে ইনশাআল্লাহ।
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
