Followers

আরবি ভাষা শিক্ষা পাঠ-২: সাক্ষাতে কুশলাদি বিনিময় (আল হিয়ারু ফিল লিকা ) সংক্রান্ত কথোপকথন সংলাপ ও ব্যবহারিক আরবি শেখা

আরবি ভাষা শিক্ষা পাঠ-২: সাক্ষাতে কুশলাদি বিনিময় (আল হিয়ারু ফিল লিকা ) সংক্রান্ত কথোপকথন সংলাপ ও ব্যবহারিক আরবি শেখা

আজকের পাঠে আমরা শিখব কিভাবে সাক্ষাতে কুশলাদি বিনিময় (আল হিয়ারু ফিল লিকা ) সংক্রান্ত কথোপকথন সংলাপ ও ব্যবহারিক আরবি শেখা

🗣️ সংলাপ (Conversation)

সাক্ষাতে কুশলাদি বিনিময় (আল হিয়ারু ফিল লিকা) সংক্রান্ত কথোপকথন

ক্রমিক বাংলা আরবী
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
শুভ সকাল। সকালবাহ খাইর।
স্বাগতম। আহলান ওয়া সাহলান।
কেমন আছেন? কাইফা হালুক/শ্লোনেক?
আল্লাহর রহমতে ভাল আছি। আলহামদুলিল্লাহ, আনা তাইয়্যেব/তামাম।
আপনার নাম কি? মা ইসমুক?
আমার নাম হাসান। আনা হাসান।
আপনি কখন এসেছেন? মাতা আন্তা ইয়াজি?
আমি গতকাল এসেছি। আনা আমছ ইয়াজি।
১০ আপনি কোথা থেকে এসেছেন? আইনা আন্তা ইয়াজি।
১১ আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা ইয়াজি মিন বাংলাদেশ।
১২ আপনি কোথায় থাকেন? আইনা আন্তা বেত?
১৩ আপনি কোথা থেকে এসেছেন? আইনা আন্তা ইয়াজি?
১৪ আমি সোবহান থাকি। আনা ইয়াজি মিন দাকা
১৫ আপনি কোথায় কাজ করেন? আইনা তাশতাগুল/ ওয়েন গুগুল?
১৬ আমি কুয়েত আর্মিতে কাজ করি। আনা গুগল ফিল জাইশ আল কুয়েত।
১৭ আপনি কি কাজ করেন? মাজা গুগল?
১৮ আমি গাড়ি চালক। আনা সায়েক।
১৯ আমি এ্যামুনিশন টেকনিশিয়ান। আনা ফান্নি যাখিরাহ।
20 সালামের সাথে বিদায়। মাআস সালাম।
20 আপনাকে ধন্যবাদ। শুকরান

শব্দার্থ

বাংলা আরবী বাংলা আরবী
আজ আলইওম চালক সায়েক
সেনাবাহিনী জেইশ এ্যামুনিশন জযাখিরাহ
ভাল তামাম/তাইয়্যেব এসেছো ইয়াজি
গতকাল আমছ থাকা বাইত
এটা হাজা পরে বাদ
কাজ করা তাশতাগুল আছে ফি
কাজ শুগল টেকনিশিয়ান ফান্নি
গাড়ি সাইয়্যারা ভিসা তাশীরাহ

📖 শেখার পরামর্শ:

  • প্রতিটি সংলাপ ধীরে ধীরে উচ্চারণ অনুশীলন করুন।
  • দুইজন মিলে অভিনয় করে কথোপকথন করুন।
  • নিজের দৈনন্দিন জীবনের সাথে মেলানোর চেষ্টা করুন।
  • আরবি অক্ষরগুলো সঠিকভাবে পড়ার জন্য নিয়মিত চর্চা করুন।

✨ আজকের লক্ষ্য: এই পাঠ শেষে আজকের পাঠে আমরা শিখব সাক্ষাতে কুশলাদি বিনিময় (আল হিয়ারু ফিল লিকা ) সংক্রান্ত কথোপকথন সম্পর্কে ইত্যাদি কথা বলতে শিখবে ইনশাআল্লাহ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.