ICT for SSC & HSC | History of computers | ICT chapter for different type of class
আইসিটি ফর ক্লাশ-১০
| কম্পিউটারের ইতিহাস
কম্পিউটারের ইতিহাস
১.
কম্পিউটার প্রগ্রামে একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে - লুপিংবলে।
২.
কম্পিউটারের কাজের গতি প্রকাশকরা হয় ন্যানোসেকেন্ড দ্বারা।
৩.
কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক - পুনরাবৃত্তি মূলক কাজ।
৪.
পৃথিবীর প্রথম গণনাকারীযন্ত্র- অ্যাবাকাস।
৫.
লগারিদম এর উদ্ভাবন করেন - জননেপিয়ার।
৬. বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন - জার্মান গণিতবিদ ভনলিবানিস।
৭. কম্পিউটারের জনক - চার্লসব্যাবেজ। তিনি ডিফারেন্সইঞ্জিন ও এ্যানালাইটিকাল ইঞ্জিন আবিষ্কার করেন
৮. পৃথিবীর প্রথম কম্পিউটার প্রগ্রামার- ব্রিটিশ কবি লর্ড বায়রনের কন্যা এ্যাডা অগাস্টাল্যাভলেস
৯. পৃথিবীর প্রথম বৈদ্যুতিক কম্পিউটার MARK-1 আবিষ্কার করেন - ড. হাওয়ার্ড এইরিন।
১০. বিশ্বের প্রথম পূর্নাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার- ENIAC-1 (Electronic Numerical Integrator and Computer)
১১. আধুনিক কম্পিউটারের জনক- জন ভন নিউমান
১২. EDVAC (Electronic Discrete Variable Automatic
Computer) আবিষ্কার করেন- জন ভন নিউমান।
১৩. কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের ধারণা দেন- জন ভন নিউমান।
১৪. প্রথম সংরক্ষিত প্রোগাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার- EDSAC (Electronic Delay storage
Automatic calculator).
১৫. EDSAC-4 ভেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়- Mercury Delay line.
১৬. বানিজ্যিক ভিওিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার - UNIVAC - 1 (Universal Automatic
Calculator-1)।
১৭. ট্রানজিস্টার কি- দুটি অধপরিবাহি ডায়োডকে পাশাপাশি সাজিয়ে একটি অর্ধপরিবাহী ট্রায়োড তৈরি করা হয়, একে ট্রানজিস্টার বলে।
১৮. ট্রানজিস্টারে অর্ধপরিবাহী পদার্থ হিসেবে ব্যবহৃত হয়- সিলিকন ও জার্মেনিয়াম।
১৯. কম্পিউটারের মূল মেমোরি তৈরিতে ব্যবহৃত হয়-সিলিকন
২০. ট্রানজিস্টার মূলত ব্যবহৃত হয় - অ্যামপ্লিফায়ার বা বিবর্ধক।
২১. ট্রানজিস্টার আবিষ্কৃত হয় – ১৯৪৮সালে।
২২. ট্রানজিস্টার ভিত্তিক প্রথম কম্পিউটার- TX-01
২৩. ট্রানজিস্টার ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার - PDP-8
২৪. ইন্টিগ্রেটেড সার্কিট ভিত্তিক প্রথম কম্পিউটার- B2500 এবং B3500
২৫. IC কি দিয়ে গঠিত- ক্ষুদ্র সিলিকন/ ট্রনজিস্টার
২৬. মাইক্রোকম্পিউটারের জনক-এড ওয়ার্ড রবার্ট।
২৭. বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটার- Altair - ৮৮০।
২৮. ভিজিটাল ঘড়ি বা কালকুলেটরে কালচে যে লেখা ফুটে ওঠে - তা কিসের ভিত্তিতে তৈরি-সিলিকন চিপ।
২৯. IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কশিউটার IBM system 360৩০. বিশ্বের প্রথম ও একমাএ কম্পিউটার কোথায় যুজরাষ্ট্রের আটলাটায়। "তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান যাদুঘর"
৩১. IBM stands for - International Business Machine.
৩২. IBM কেবলাহয়- ব্লুবার্ড।
৩৩. মাইক্রোসফটের প্রতিষ্ঠা- বিলগেটস।
৩৪. গুগল এর প্রতিষ্ঠাতা- ল্যারি পেইজ ও সের্ণেই ব্রিন।
৩৫. সর্ববৃহৎ সেমিকডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনঢেল কর্পোরেশন।
৩৬. আপেল এর প্রতিষ্ঠাতা - স্টিভ জবস।
৩৭. মাইক্রোসফটের প্রথম প্রোগাম- MS DOS I
৩৮. ওরাকল কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা লরি এলিসন।
Tag and Keyword: #basic #computer #fundamentals #class, কম্পিউটারের ইতিহাস, বেসিক কম্পিউটার ফান্ডামেন্টালস ক্লাস, #history of computer in bengali, history of computer in bangla, smart knowledge
কম্পিউটার আবিষ্কার করেন কে ? Who invented the computer?